নিজস্ব প্রতিবেদক:২৮ মার্চ-২০২২,সোমবার
মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছে। প্রথম দুর্ঘটনাটি ঘটে সোমবার সকাল ৮টার দিকে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের কালিবাড়ী এলাকায় । এতে নবারুন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ফিরোজ আহমেদ ও রায়হান মারা যান। অপর দুর্ঘটনাটি ঘটে সকাল ১০ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বিসিক এলাকায়। এতে টনায় মাহিম (২৫) নামে এক জন নিহত হয়।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, সোমবার সকালে নবারুণ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাথীর্ ফিরোজ,রায়হান ও শামীম মোটরসাইকেল যোগে প্রাইভেট পড়তে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। মানিকগঞ্জ সদর উপজেলা বেতিলা-মিতরা ইউনিয়নের কালিবাড়ী নামক স্থানে ঢাকাগামী একটি ট্রাককে অভারটেক করার সময় বিপরীত দিকে থেকে আসা সিএনজি অটোরিক্সার সাথে সংঘর্ষ হয় মোটরসাইকলের। এতে ঘটনাস্থলে ফিরোজ আহমেদ মারা যায় গুরুত্বর আহত রায়হানকে ঢাকা নেওয়ার পথে মারা যায়। আহত শামীমকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সকাল ১০টার দিকে বিসিক গেইট সেলফি পরিবহনের বাসের চাপায় মাহিম (২৫) নামে এক জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মাহিম সদর উপজেলার গোলড়া চরখন্ড এলাকার আব্দুলার ছেলে।