নিজস্ব প্রতিবেদক:২৮ মার্চ-২০২২,সোমবার।
মানিকগঞ্জে সরকারি দেবেন্দ্র কলেজে শিক্ষার্থীদের সাথে মাদকবিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কলেজের নতুন ভবনের মিলনায়তনে এই সভার আয়োজন করে মানিকগঞ্জ সদর থানা। এতে কলেজের কয়েক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান। এ ছাড়া আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. হাফিজুর রহমান, মানিকগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তসলিম হৃদয়, জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী ওরফে সুমন এবং সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম প্রমূখ।
পুলিশ সুপার বলেন, মাদকব্যবসায়ীরা শুরুতেই মাদকব্যবসায়ে যুক্ত হন না। প্রথমে মাদকসেবন করেন। এরপর সেই মাদক কেনার টাকার যোগান দিতে পরবর্তীতে অনেকে ব্যবসায়ে জড়িয়ে পড়েন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল করিম বলেন, মাদকসেবনের কারণে জীবন থেকে জীবন কেড়ে নেয়। এতে শুধু মাদকসেবনকারী নন, পরিবারের সবাই ক্ষতিগ্রস্থ হন।