নিজস্ব প্রতিবেদক:২৮ মার্চ-২০২২,সোমবার।
মানিকগঞ্জে ভাতাভোগী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করেছেন মানিকগঞ্জ অগ্রণী ব্যাংক । সোমবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড অগ্রণী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ে জীবীত বীরমুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।
মানিকগঞ্জ অগ্রনীব্যাংক আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মহিদুর রহমানের সভাপতিত্বে ৫ জন জীবীত বীরমুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। এসময় মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধরা তাদের যুদ্ধে যাওয়া কারণ ও যুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধরা । বীরমুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান হয়রত, বীরপ্রতিক আতাহার আলী খান, বীরমুক্তিযোদ্ধা ওসমান গনি, বীরমুক্তিযোদ্ধা শাহাজ উদ্দিন। এছাড়া সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, অগ্রণী ব্যাংকের মানিকগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ হাট অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক শরিফুল ইসলাম, অগ্রণী ব্যাংক আরিচা ঘাটের ব্যবস্থাপক মোবারক হোসেন, অগ্রণী ব্যাংকের সিবিএর সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক , শাহজাহান আলী।