নিজস্ব প্রতিবেদক:২৮ মার্চ-২০২২,সোমবার।
মানিকগঞ্জে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ওলামা মাশায়েক পরিষদ জেলা শাখার আয়োজনে সোমবার দুপুরে মানিকগঞ্জ শহরের বধুবরন কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ জেলা জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চরমোনাইয়ের পীর মুফতি রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েক পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হেমায়েতুল্লাহ কাশেমী ও সাংগঠনিক সম্পাদক মুফতি কামাল উদ্দিন। সম্মেলনে জেলা ও উপজেলার ২ শতাধিক ওলামা মাশায়েকগন উপস্থিত ছিলেন।