শহিদুল ইসলাম,কালুখালী(রাজবাড়ী) প্রতিনিধি :২৯ মার্চ-২০২২,মঙ্গলবার।
মঙ্গলবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয়ে ক্লাস করতে আসা ৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পরে। এদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছে ,সোমবার তাদেরকে রাতে খাওয়ার জন্য আয়রন ট্যাবলেট প্রদান করা হয়েছিলো। তাদের ধারনা এই ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রিয়ার কারনে ৬ জন অসুস্থ হয়েছে।
গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ ৬ শিক্ষার্থী অসুস্থ হবার কথা স্বীকার করেছেন। তিনি জানান, সোমবার সকল শিক্ষার্থীকে আয়রন ট্যাবলেট প্রদান করা হয়েছে। তবে শিক্ষার্থীরা ওই ট্যাবলেটের কারনে অসুস্থ হয়নি। গ্যাস্টিকের কারনে এরা অসুস্থ হতে পারে। কারন এদের ১ জন বিরানী খেয়েছিলো। তিনি জানান, অসুস্থ ৩ জনকে প্রাথমিক চিকিৎসার পর বাড়ীতে পাঠানো হয়েছে। গুরুতর অসুস্থ জান্নাতুল, কেয়া ও রানীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্থাস্থ্য পরিদর্শক শুশীল কুমার রাহা জানায়, শিক্ষার্থীকে আয়রন ট্যাবলেট প্রদান করার বিষয়টি তার জানা নেই। হাসপাতাল থেকে এ ধরনের ট্যাবলেট প্রদান করা হয়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফারজানা ইসলাম জানায়,শিক্ষার্থীদের আয়রন ট্যাবলেট খাওয়ানোর আগে দেখা দরকার তাদের আয়রনের ঘাটতি আছে কিনা। না বুঝে ট্যাবলেট খাওয়ানো হলে ফল মন্দ হতে পারে। তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়রন ট্যাবলেট খাওয়ানোর ব্যাপারে আমাকে কেউ কিছু বলেনি। আমার দপ্তর থেকে এ ধরনের কোন ট্যাবলেট প্রদান করা হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসিম আকতার জানায়,জেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে আয়রন ট্যাবলেট সংগ্রহ করে শিক্ষার্থীদের খাওয়ানো হয়েছে। বিষয়টি স্বাস্থ্য বিভাগের জানানোর বিষয় নয়,তাই জানানো হয়নি। তবে এই ট্যাবলেটের কোন পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া নেই। তিনি বলেন, গোপালপুর উচ্চ বিদ্যালয়ে কেউ অসুস্থ হয়নি।