মোঃ খায়রুল ইসলাম সুজন, দৌলতপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা ঃ
মানিকগঞ্জের দৌলতপুরে আজ সোমবার সকালে দৌলতপুর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের আয়োজনে সনদপ্রাপ্ত দলিল লিখক ও নকল নবিশগনের অংশগ্রহনে “দলিল লিখন পদ্ধতি, নিবন্ধন প্রক্রিয়ায় দক্ষতা বৃদ্ধি এবং নাগরিক সেবা” বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা রেজিস্ট্রার জেড এম ইমরান আলী। দৌলতপুরের সাব-রেজিস্ট্রার উপমা নাগ এর উপস্থাপনা ও পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরংগাইল সাব-রেজিস্ট্রী অফিসের সাব-রেজিস্ট্রার আবরার ইবনে রহমান। এসময়ে আরো উপস্থিত ছিলেন দৌলতপুর সাব রেজিস্ট্রী অফিসের অফিস সহকারী লুৎফর রহমান, দৌলতপুর দলিল লিখক সমিতির উপদেষ্টা হবিবর রহমান, বিমল কুমার দাস, আতিয়ার রহমান, আব্দুল মজিদ, প্রাক্তন সভাপতি মো. আনোয়ার হোসেন, আব্দুল হাই আল হাদী সহ সনদপ্রাপ্ত দলিল লেখক ও নকল নবীশগন।