নিজস্ব প্রতিবেদক: ঃ ৩১ মার্চ-২০২২,বৃহস্পতিবার।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ধুলন্ডি গ্রামে জান্নাতুল বাকী কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে উত্তেজনার পাশাপাশি স্বজনদের মৃতদেহের কঙ্কাল নিয়ে আতংকে রয়েছে।
স্থানীয় বাসিন্দা বরকত আলী জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কবরস্থানে এসে দেখা যায় কে বা কারা রাতে আধারে কবরস্থানের মাটি খুড়ে কঙ্কালগুলো নিয়ে গেছে। এখবর গ্রামে ছড়িয়ে পরার সাথে সাথে কবরস্থানে ছুটে আসে গ্রামের লোকজন। তারা খুঁজতে থাকে তাদের প্রিয়জনের দাফন করা কবরস্থান ঠিক আছে কি না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াখোড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আওয়াল বলেন, ‘কবরস্থানে কঙ্কাল চুরির ঘটনাটি শুনে ঘটনাস্থলে আসি। প্রাথমিকভাবে ৯টি কবর খুড়ে কঙ্কাল নিয়ে যাওয়ার প্রমান পাওয়া গেছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব বলেন, কবরস্থানটি নির্জন এলাকায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ৯টি কবর থেকে কঙ্কালের অংশবিশেষ চুরি হয়েছে। বিষয়টি আমরা খুব গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছি।
ঘিওর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমান বলেন, উপজেলা প্রশাসনের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি একটি গর্হিত কাজ। আমরা দোষীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।######