মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ৩১ মার্চ-২০২২,বৃহস্পতিবার।
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের অভিযাত্রায় বাংলাদেশ এগিয়ে যাওয়া উপলক্ষে মানিকগঞ্জে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় জেলা পরিষদের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শিক্ষা অফিস ঘুরে জেলা পরিষদে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিনিধিরা অংশ নেন।
অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, পৌর মেয়র রমজান আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী দূর-রে শাহওয়াজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোমিন উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক স্বল্পোন্নত দেশে হতে উত্তরণের অভিযাত্রায় বাংলাদেশ নামে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। এতে জানানো হয় বাংলাদেশ নির্ধারত সময়ের আগেই উত্তরণের সূচক উত্তীর্ন করেছে। ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও ২০৪১ সালে বাংলাদেশ পৌছে যাবে স্বপ্নের উন্নত দেশের তালিকায়।