নিজস্ব প্রতিবেদক:০৩ এপ্রিল-২০২২,রবিবার।
মানিকগঞ্জে একশ পিস ইয়াবা বড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। গ্রেপ্তারকৃতরা হলেন শিবালয় উপজেলার রৌহা গ্রামের হালিম মিয়ার ছেলে মোঃ ইউনুছ (৩৬) ও দৌলতপুর উপজেলার লাউতারা গ্রামের বদর উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (২৫)।
মানিকগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিত্বে আরিচা পাটুরিয়া সংযোগ মোড়ে ভাই ভাই রেষ্টুরেন্টের সামনে আসামী ইউনুস ও শহিদুলকে আটক করেন এসআই নাজমুল আলম। এসময় এদের কাছ থেকে উদ্ধার করা হয় একশত পিস ইয়াবা বড়ি। এদের বিরুদ্ধে শিবালয় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।