শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আছিয়ার শোক শেষ না হতেই সিরাজগঞ্জে ৯ বছরের শিশু ধর্ষনের শিকার সমৃদ্ধশালী দেশ গড়তে একটি গণতান্ত্রিক  সরকার ব্যবস্থা দ্রুত দরকার—– ইকবাল হাসান মাহমুদ টুকু আবারো উড়লো জুলহাসের বিমান, যমুনা পাড়ে উৎসবের আমেজ মানিকগঞ্জের যুবক তৈরি করলেন বিমান সহযোগিতায় পাশে দাঁড়ালেন তারেক রহমান দৌলতপুরে নতুন ওসি আল মামুন ও সিংগাইরে তৌফিক আজম যোগদান করেছেন সারা বছরই সূলভ মূল্যে পণ্যসামগ্রী বিক্রি করা হবে ………মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মানিকগঞ্জে কারখানায় ডাকাতি, গ্রেফতার ১১ আওয়ামী ফ্যাসিবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে– এস.এ জিন্নাহ কবির ঘাটাইলে পিকনিকের চার বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি ডিবির জ¦ালে আরও দুই আসামি- মালামাল উদ্ধার

পাংশা-মৃগী জিসি সড়ক উন্নয়ন কাজ দেড় বছরেও শেষ হয়নি-জনগনের দুর্ভোগ

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৩৭৯ দেখা হয়েছে:

মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :০৩ এপ্রিল-২০২২,রবিবার।

পাংশা-মৃগী জিসি সড়ক উন্নয়নের কাজ গত দেড় বছরে মাত্র ৪০%  কাজ বাস্তবায়ন  জনগনের দুর্ভোগ  । আগামী ৩০-০৪-২০২২ ইং তারিখে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর কার্যাদেশপত্র পাওয়ার পর ৩০ সেপ্টেম্বর থেকে সড়কে কাজ শুরু করে ঠিকাদার। বর্তমানে হেরোর পর হার্ডবেড করে ৬-৭ মাস ফেলে রাখার কারণে সড়কে জনদুর্ভোগের শেষ নেই। হেরোর পর হার্ডবেড করে ৬-৭ মাস উন্নয়ন কাজ বন্ধ রেখেছে ঠিকাদার। ইটের লাল ধুলাবালি বাতাসে উড়ে একাকার হয়ে বসতবাড়ির কাপড়চোপড় ও জিনিসপত্রে মিশে যাচ্ছে এবং বায়ু দূষণ হচ্ছে। সারাপথে ইটের সুরকি ছড়িয়ে পড়েছে। মোটরসাইকেল, অটোবাইক ও ভ্যানসহ হালকা যানবাহন চলাচলে দুর্ভোগ বাড়ছে। রাস্তায় চলাচলে দুর্ভোগের পাশাপাশি আশে পাশে বসবাসকারী মানুষের জীবন যাপন ব্যাহত হচ্ছে। ধুলাবালির কারণে রাস্তারধারে বাড়িতে অবস্থান করা কঠিন হয়ে পড়েছে। যানবাহন চলাচলের সময় ধুলাবালি উড়ে বায়ু দূষণ হচ্ছে।
জানা যায়, ১১ কোটি ৩ লাখ ৩৯ হাজার ৭৭১ টাকা ব্যয়ে পাংশা হেড কোয়ার্টার-মৃগী জিসি সড়কের চেইঃ ০০-১০৯০০.০০ মিটার উন্নয়ন কাজের ঠিকাদার নাটোরের উত্তর বড়গাছা এলাকার মীর হাবিবুল আলম। ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর কার্যাদেশপত্র পাওয়ার পর ৩০ সেপ্টেম্বর থেকে সড়কে কাজ শুরু করে ঠিকাদার। চলতি ২০২২ সালের ৩০ এপ্রিল সড়কের উন্নয়ন কাজ শেষ হওয়ার কথা। কিন্তু এ পর্যন্ত প্রকল্পের ৪০% কাজ হয়েছে। কার্পেটিং, প্যালাসাইডিং, মাটির কাজ ও ঘাস লাগানোর কাজ বাকি রয়েছে। সরেজমিনে এসব তথ্য জানা গেছে।
রবিবার (৩ এপ্রিল) প্রকল্পের তদারকী কর্মকর্তা পাংশার এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল হাকিম এ প্রতিনিধিকে জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানকে বারংবার তাগাদা দিলেও কোন সাড়া পাওয়া যাচ্ছে না। ৬-৭ মাস হল সড়কে হার্ডবেড করে কাজ ফেলে রেখে চলে গেছে ঠিকাদারের লোকজন। জনদুর্ভোগের বিষয়টি মাথায় নিয়ে বারবার মৌখিক ও মোবাইল ফোনের মাধ্যমে ৩০/০৪/২০২২ ইং তারিখের মধ্যে ঠিকাচুক্তি মোতাবেক কাজ সমাপ্ত করার জন্য বলা হলেও কর্ণপাত করছেন না এবং কোন কারণ ছাড়াই কাজটি বন্ধ রেখেছেন সংশ্লিষ্ট ঠিকাদার।
উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল হাকিম আরও বলেন, সর্বশেষ গত ২১/০৩/২০২২ ইং তারিখে পাংশা উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন ঠিকাদারকে রুরাল কানেক্টিভিটি ইমপ্রæভমেন্ট প্রজেক্ট (আরসিআইপি) প্রকল্পের আওতায় যশাই ইউপি-জয়গ্রাম মাছপাড়া সড়ক চেইঃ ০০৪২৭৯ মিটার রাস্তা উন্নয়ন এবং পাংশা হেড কোয়ার্টার-মৃগী জিসি সড়ক চেইঃ ০০-১০৯০০.০০ মিটার উন্নয়ন কাজ বাস্তবায়নে ঠিকাদারকে পত্র দিয়েছেন। পত্রে ঠিকাদারকে উদ্দেশ্য করে বলা হয়েছে- ২৪/০৯/২০২০ ইং তারিখে কার্যাদেশপত্র প্রদান করা হয়। কার্যাদেশ মোতাবেক কাজটি ৩০/০৪/২০২২ ইং তারিখে সমাপ্ত হওয়ার কথা থাকলেও কোন কারণ ছাড়াই কাজটি বন্ধ রেখেছেন। বারংবার মৌখিক ও মোবাইল ফোনের মাধ্যমে বলা সত্তে¡ও কোন কর্ণপাত করছেন না। কাজটি যথা সময়ে আরম্ভ করে বাস্তবায়ন করতে কোন সমস্যা আছে কি না দপ্তরকে অবহিত করেন নাই। এতে নির্ধারিত সময়ের মধ্যে কাজটি সঠিকভাবে সম্পাদনে অনাগ্রহতা এবং উদাসীনতা প্রকাশ পায়, যাহা ঠিকাচুক্তির সম্পূর্ণ পরিপন্থী।
এ ব্যাপারে রবিবার বিকেলে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. আমিনুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, ৬ তারিখে তাদের নতুন মেশিন আসবে, মেশিন আসলে পুনরায় কাজ শুরু করা হবে।

 

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102