শরিফুল ইসলাম ,নড়াইল প্রতিনিধি:০৪ এপ্রিল-২০২২,সোমবার।
নড়াইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল রোববার ১ লা রমজানে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এর সভাতিত্বে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সি মোঃ মশিয়ার রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়,পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ ওমর ফারুক, নড়াইল প্রেসক্লাব সভাপতি,এনামুল কবির টুকু, বিচারকগন,সরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, আইনজীবি, সাংবাদিক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি,এনজিও প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।