নিজস্ব প্রতিবেদক :০৪ এপ্রিল-২০২২,সোমবার।
মানিকগঞ্জের সিংগাইরে এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টা মামলার আসামি দেলোয়ার শিকদারকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব। দেলোয়ার শিকদার উপজেলার বৈরাগীর টেক গ্রামের মৃত মেরেজ শিকদারের ছেলে। সোমবার দুপুরে দেলোয়ারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ সিপিসি-৩ এর কমান্ডার লে: আরিফ হোসেন।
লে: আরিফ হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে উপজেলার শায়েস্তা ইউনিয়নের বৈরাগীর টেক গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাড়ী থেকে আসামি দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়। গত ১০ মার্চ প্রতিবেশী গৃহবধুকে বাড়িতে একা পেয়ে আসামি দেলোয়ার ধর্ষণ চেষ্টা করে। পরে ওই গৃহবধুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে দেলোয়ার পালিয়ে যায়। এই ঘটনায় তার মা বাদী হয়ে সিংগাইর থানায় দেলোয়ারকে আসামী করে ধর্ষন চেষ্টা মামলা করে। এর পর থেকেই আসামি দেলোয়ার আত্মগোপনে ছিলেন।
তিনি আরো জানান গ্রেপ্তার দেলোয়ারের বিরুদ্ধে এলাকায় একাধিক অনৈতিক কাজের অভিযোগ আছে। কিন্তু প্রতিবার সে নিজেকে কথিত রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে তার অপকর্ম ধামাচাপা দিয়ে আসছিলেন। গ্রেপ্তারের পর দেলোয়াকে সিংগাইর থানায় হস্তান্তর করা হয়েছে।#####