কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :০৪ এপ্রিল-২০২২,সোমবার।
রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউপির সংরক্ষিত আসনের এক সদস্যের বাড়ীতে অগ্নিসংযোগ করেছে দূর্বত্তরা। এতে ওই সদস্যের লক্ষাধিক টাকার সম্পদ ভষ্মিভূত হয়েছে।
শুক্রবার সন্ধায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ইউপি সদস্যের নাম বিউটি বেগম। সে মদাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডের সদস্য। ইউপি সদস্য বিউটি বেগম মদাপুরের ইমারত সরদারের স্ত্রী ।
বিউটি বেগম জানায়,বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের রেশারেশির জের ধরে শুক্রবার সন্ধায় স্থানীয় শফিকুল ইসলাম ছবি,রোকনুজ্জামান,দুলাল মিয়া ও হেলাল সহ অজ্ঞাত ১০/১২ জন দূর্বত্ত তার রান্না ঘরে অগ্নিসংযোগ করে। আগুনের লেলিহান শিখায় তার রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে যায়। এতে তার লক্ষাধিক টাকার সম্পদ ভষ্মিভূত হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থ ইউপি সদস্যের নাম বিউটি বেগম।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ ইউপি সদস্যের নাম বিউটি বেগম বাদী হয়ে রাজবাড়ী আদালতে মামলা দায়ের করেছেন।