মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ৫ এপ্রিল-২০২২,মেঙ্গলবার।
ঢাকা-আরিচা মহাসড়কের মূলজান এলাকায় যাত্রীবাহী বাস চাপায় এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে নিহত (৩৮) পরিচয় জানাতে পারেনি পুলিশ।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, মঙ্গলবার দুপুরের দিকে ঢাকাগামী সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাটুরিয়াগামী মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
দুর্ঘটনার পর বাস রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি জব্দ করা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। এঘটনায় গোলড়া হাইওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।