মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি :০৬ এপ্রিল-২০২২,বুধবার।
টাঙ্গাইলে মাদক বিরোধী অভিযানে তিন গ্রাম হেরোইন’সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বুধবার (৬এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি আভিযান পরিচালনা করা হয়। অভিযানিকদল দেলদুয়ার থানার হেরন্ড উত্তর পাড়ার স্বপন পীরের বাড়ীর উত্তর পাশে, আকাশমনি বাগানের ভিতরে অভিযান পরিচালনা করে ঐ গ্রামের মৃত- লাল মিয়ার ছেলে রজব আলী (৩৪), দেলদুয়ার উপজেলার আঃ রহিম মিয়ার ছেলে মোঃ ইউনুস, (৩০), ও শৈলকুড়িয়া গ্রামের আতোয়ার রহমানের ছেলে মোঃ ফিরোজ (৩২), কে ৩ (তিন) গ্রাম হেরোইন, ৪টি মোবাইল, ৪টি সিম কার্ড এবং নগদ-২,০৪৫ টাকা সহ হাতেনাতে আটক করা হয়। পরে সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীগণকে জিজ্ঞাসাবাদে তারা জানায়, মরণ নেশা হেরোইন অবৈধ ভাবে সংগ্রহপূর্বক টাঙ্গাইল জেলা দেলদুয়ার থানা এলাকা’সহ বিভিন্ন থানা এলাকায় মাদক সেবীদের নিকট চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে দেলদুয়ার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের মাদক আইন এর ৩৬ (১) এর ৮ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, র্যাব তার প্রতিষ্ঠালগ্ন হতেই খুন, অপহরণ, জঙ্গীদমন, ছিনতাই, চাঁদাবাজ, চুরি, অবৈধ মাদক ব্যবসা ও চোলাচালানসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করাসহ দূস্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। এবং র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর আওতাধীন এলাকাগুলিতে ব্যাপকভাবে সফলতা অর্জন করেছে।