নিজস্ব প্রতিবেদক:৬ এপ্রিল-২০২২,বুধবার।
ঢাকা আরিচা মহাসড়কের মুলজান পল্লীবিদ্যুত অফিসের অদুরে বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় মা ছেলেসহ তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। নিহতের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছেন টাংগাইল জেলার নাগরপুর উপজেলার নিশ্চিতপুর গ্রামের হাফিজুল ইসলাম (৩৫) ও তার মা হাছিনা বেগম (৫৫)। আহত ৯জনকে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার জানান, বুধবার টাংগাইল জেলার নাগরপুর উপজেলার ধুবড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী নিউ ভিলেজ লাইন পরিবহন ( টাংগাইল-জ-১১-০০১১) ঢাকা আরিচা মহাসড়কের মুলজান এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মারা যান মা ও ছেলে। আহত অবস্থায় ৩৫ বছরের একজনকে মানিকগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এছাড়া আহতদের মধ্যে ৯জন কে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর পরই বাসের চালক ও তার সহযোগি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।