ফরিদপুর থেকে কামরুল হাসান জুয়েল:০৬ এপ্রিল-২০২২,বুধবার।
পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের পাশে দাড়ালেন ফরিদপুরের ওরা ১১জন বন্ধু মহল। শনিবার বিকেলে শহরতলির চরধ আদমপুরের মোল্লাডাঙ্গি,ফরিদাবাদের গোলাপডাঙ্গি ও বায়তুলআমানের উত্তর সাদীরপুর এলাকার অস্বচ্ছল পাচঁটি পরিবারের মাঝে তারা খাদ্য সামগ্রী বিতরন করেন। প্রতিটি পরিবারের মাঝে সয়াবিন তেল ১লিটার,মুশুরির ডাল ১ কেজি, চিনি ১ কেজি, ছোলা ১কেজিসহ বেশন,চিড়া, মুড়ি ও খেজুর বিতরন করা হয়েছে। এ সময় ওরা ১১জন বন্ধু মহলের আবু নাসির আলম, রুহুল পাশা,হাসিনা মমতাজ লাভলী, কামরুল হাসান জুয়েল,মাহবুব পিয়ালসহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন। চলমান প্রক্রিয়ায় আরো কয়েকটি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করবে ওরা ১১ জন বন্ধু মহল। এছাড়াও ওরা ১১জন বন্ধু মহল বিশেষ বিশেষ দিনে ফরিদপুরের অসহায় ও দরিদ্রদের পাশে থেকে বিভিন্ন সহযোগিতা করে আসছে।