রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আছিয়ার শোক শেষ না হতেই সিরাজগঞ্জে ৯ বছরের শিশু ধর্ষনের শিকার সমৃদ্ধশালী দেশ গড়তে একটি গণতান্ত্রিক  সরকার ব্যবস্থা দ্রুত দরকার—– ইকবাল হাসান মাহমুদ টুকু আবারো উড়লো জুলহাসের বিমান, যমুনা পাড়ে উৎসবের আমেজ মানিকগঞ্জের যুবক তৈরি করলেন বিমান সহযোগিতায় পাশে দাঁড়ালেন তারেক রহমান দৌলতপুরে নতুন ওসি আল মামুন ও সিংগাইরে তৌফিক আজম যোগদান করেছেন সারা বছরই সূলভ মূল্যে পণ্যসামগ্রী বিক্রি করা হবে ………মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মানিকগঞ্জে কারখানায় ডাকাতি, গ্রেফতার ১১ আওয়ামী ফ্যাসিবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে– এস.এ জিন্নাহ কবির ঘাটাইলে পিকনিকের চার বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি ডিবির জ¦ালে আরও দুই আসামি- মালামাল উদ্ধার

সৈয়দপুরে পুলিশের গাড়ীর ধাক্কায় পা ভাঙল মটরসাইকেল আরোহীর

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২০৯ দেখা হয়েছে:

শাহজাহান আলী মনন,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:০৬ এপ্রিল-২০২২,বুধবার।

পুলিশের গাড়ীর ধাক্কায় এক মটরাসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। পা ভেঙে যাওয়ায় বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ব্যক্তির নাম প্রিয়নাথ চন্দ্র রায় ওরফে ভান্ডি ( ৪৮)। তিনি নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষনপুর ভগথপাড়ার জগীন্দ্রনাথ রায়ের ছেলে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলাবার (৫ এপ্রিল) সন্ধা ৭ টায় ওই ইউনিয়নের চৌমুহনী বাজার সংলগ্ন পার্বতীপুর-সৈয়দপুর সড়কস্থ চৌমুহনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে।

এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী চালকসহ গাড়ীতে থাকা পুলিশ সদস্যদের আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, মটরসাইকেল আরোহীর একটি পা ভেঙ্গে গেছে। পুলিশ তাঁর চিকিৎসার ব্যবস্থা করেছে। চিকিৎসার ব্যয়ভারও পুলিশ বহন করবে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উল্লেখিত সময় প্রিয়নাথ চন্দ্র রায় মটরসাইকেলে সড়ক পাড় হচ্ছিলেন। এ সময় পার্বতীপুর থেকে সৈয়দপুরের দিকে দ্রুত গতিতে আসা রেলওয়ে পুলিশের হেডকোয়ার্টারের এসপি অফিসের একটি গাড়ী তার মটরসাইকেলকে ধাক্কা দেয়।

প্রিয়নাথ রায় মটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এতে তার বাম পা ভেঙ্গে যায় ও এক চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রমেকে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

এদিকে এ ঘটনায় এলাকার উত্তেজিত লোকজন চালকসহ গাড়ীতে থাকা পুলিশ সদস্যদের আটকে রেখে বিক্ষোভ করেন। পরে ওই ইউনিয়নের চেয়ারম্যান শাহাজাদা সরকার উপস্থিত হয়ে উত্তেজিত লোকজনকে শান্ত করেন।

ইউপি চেয়ারম্যান শাহাজাদা সরকার বলেন, আহত প্রিয়নাথ চন্দ্র রায়ের চিকিৎসার ব্যবস্থা ও ব্যয়ভার বহন করার প্রতিশ্রুতি দেয়ায় উত্তেজিত লোকজন শান্ত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। (ছবি আছে)

 

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102