রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আছিয়ার শোক শেষ না হতেই সিরাজগঞ্জে ৯ বছরের শিশু ধর্ষনের শিকার সমৃদ্ধশালী দেশ গড়তে একটি গণতান্ত্রিক  সরকার ব্যবস্থা দ্রুত দরকার—– ইকবাল হাসান মাহমুদ টুকু আবারো উড়লো জুলহাসের বিমান, যমুনা পাড়ে উৎসবের আমেজ মানিকগঞ্জের যুবক তৈরি করলেন বিমান সহযোগিতায় পাশে দাঁড়ালেন তারেক রহমান দৌলতপুরে নতুন ওসি আল মামুন ও সিংগাইরে তৌফিক আজম যোগদান করেছেন সারা বছরই সূলভ মূল্যে পণ্যসামগ্রী বিক্রি করা হবে ………মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মানিকগঞ্জে কারখানায় ডাকাতি, গ্রেফতার ১১ আওয়ামী ফ্যাসিবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে– এস.এ জিন্নাহ কবির ঘাটাইলে পিকনিকের চার বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি ডিবির জ¦ালে আরও দুই আসামি- মালামাল উদ্ধার

পাংশায় ভোক্তা অধিকারের তদারকি অভিযানে ১৩ দোকানির ৪১ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ১৯১ দেখা হয়েছে:

মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :০৬ এপ্রিল-২০২২,বুধবার।

রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার (৬ এপ্রিল) দুপুরে পাংশা বাজারে তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে। এতে ১৩ দোকানির ৪১ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ আলী, রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, পাংশা উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মো. তৈয়বুর রহমান ও পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের হিসাব সহকারী মো. মোকসেদ আলীর সমন্বয়ে এ অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৩, ৪৫ ও ৫১ ধারায় ১৩ জন দোকানিকে মোট ৪১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান কর্মসূচিতে দায়িত্বপালনকারী পেশকার মো. মোকসেদ আলী এ তথ্য নিশ্চিত করেন। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাংশা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।
বাজার তদারকি অভিযানের সময় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী দোকানে পণ্যের বিক্রয় মূল্য তালিকা সংরক্ষণ, বেশি দামে পণ্য বিক্রয় না করা এবং ভেজাল দ্রব্য বিক্রি না করাসহ বিভিন্ন বিষয়ে দোকানদারদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এছাড়া জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টির গুরুত্বারোপ করেন তিনি।

 

 

 

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102