প্রতিনিধি ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ):০৭ এপ্রিল-২০২২,বৃহস্পতিবার।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ভাগ্নীকে ধষর্ণের অভিযোগে মামার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বুধবার রাতে প্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে ধর্ষক মানিক মিয়াকে(৩৬) আসামী করে ওই মামলা করেন।
পুলিশ জানায়, উপজেলা সরিষা ইউপির গুইলাকান্দা গ্রামের নাজিম উদ্দিনের পুত্র মানিক মিয়া তার চাচাতো বোনের বাক প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে একা পেয়ে গত ৫আগস্ট-২১ তারিখে কৌশলে তাকে ধর্ষণ করে।
প্রতিবন্ধী কিশোরীর মা জানান, মানিক চাচাতো ভাই হওয়ায় প্রায়ই তাদের বসত ঘরে আসতো। ওই সুযোগে প্রতিবন্ধী কিশোরীকে একাদিক বার ধর্ষণ করায় সে ৮ মাসের অন্ত:সত্তা।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, প্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে মামলা করেছে। আমাসী ধরা চেষ্টা চলছে। ##