নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:১০ এপ্রিল-২০২২,রবিবার।
টাঙ্গাইলের নাগরপুরে “বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষা ভবন” নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর -দেলদুয়ার) আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু। রোববার (১০ এপ্রিল) সকালে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) শিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন স্থানে (হেলিপ্যাড) বঙ্গবন্ধু আইসিটি সেন্টারের দু’তলা ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ভারড়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন তালুকদার, নাগরপুর সদরের সাবেক চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, ঠিকাদার ও ছাত্রলীগসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।