সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ছোনগাছা ইউনিয়ন বিএনপির ৪ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অডিও   রেকর্ড ফাঁস  ঘিওরে নানা আয়োজনে খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত মানিকগঞ্জে হাসপাতাল থেকে শিশু চুরি, ৩ ঘন্টা পর উদ্ধার সিরাজগঞ্জে মসজিদের টাকা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১ আছিয়ার শোক শেষ না হতেই সিরাজগঞ্জে ৯ বছরের শিশু ধর্ষনের শিকার সমৃদ্ধশালী দেশ গড়তে একটি গণতান্ত্রিক  সরকার ব্যবস্থা দ্রুত দরকার—– ইকবাল হাসান মাহমুদ টুকু আবারো উড়লো জুলহাসের বিমান, যমুনা পাড়ে উৎসবের আমেজ মানিকগঞ্জের যুবক তৈরি করলেন বিমান সহযোগিতায় পাশে দাঁড়ালেন তারেক রহমান দৌলতপুরে নতুন ওসি আল মামুন ও সিংগাইরে তৌফিক আজম যোগদান করেছেন সারা বছরই সূলভ মূল্যে পণ্যসামগ্রী বিক্রি করা হবে ………মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

গোয়ালন্দ স্বাধীনতা দিবসের পুরস্কার বিতরণ ও আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২০২ দেখা হয়েছে:
আবুল হোসেন , রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এবং মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস উপলক্ষে কয়েক প্রতিষ্ঠান কে পুরস্কার দেওয়া হয়। সোমবার (১১ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিজুল হক  খান এর  সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি  মো. মোস্তফা মুন্সী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন,  উপজেলা আওয়ামিলীগের সাধরন সম্পাদক বিপ্লব ঘোষ, উজানচর ইউপি চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউপি এর চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য নির্মল চক্রবর্তী, গোয়ালন্দ প্রেস ক্লাবের সভাপতি এম রাশেদুল হক রায়হান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য ব্যবস্থা নেয়া, আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে দৌলতদিয়া ঘাটে যানজট যেন না তৈরি হয় সেদিকে নজর রাখা, মহাসড়ক ও ঘাট এলাকায় পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা করা, লঞ্চঘাটের সড়ক দ্রুত মেরামত করা, ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরসাইকেল সহ যানবাহনে মোবাইলকোর্ট পরিচালনা করা, বাজার মনিটরিং করা,
ছিনতাই, মাদকমুক্ত, ট্রাক বুকিং কাউন্টারে অতিরিক্ত টাকা নেয়া, ঘাটে যানজট তৈরি হলে মহাসড়ক থেকে গোয়ালন্দ বাজার দিয়ে ট্রাক প্রবেশ করা, চোরাচালান, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিবাহসহ উপজেলার আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা এবং সেগুলো বাস্তবায়ন করা নিয়ে আলোকপাত করা হয়।
সভার সভাপতি ও  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিজুল হক খাঁন বলেন, যেহেতু রমজান মাস। সেই বিষয়টি মাথায় রেখে উপজেলার বাজার গুলোতে দ্রব্যমূল্যের সঠিক দাম, ভেজাল মিশ্রিত খাবার যেন কেউ বিক্রি না করতে পারে, তরমুজ কেজি হিসাবে বিক্রি না করে প্রতি পিস হিসাবে বিক্রি করাসহ উপজেলাবাসীকে সতর্ক থাকতে হবে। কারো সম্পর্কে নাশকতার বিষয়ে কোন সন্দেহ হলে সাথে সাথে বিষয়টি উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট থানা, পুলিশ বিভাগসহ জনপ্রতিনিধিদের জানানোর জন্য অনুরোধ করা হলো। সভা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গোয়ালন্দ ঘাট থানা, ফায়ার সার্ভিস ষ্টেশন, আনছার ভিডিবি,এবং  গোয়ালন্দ প্রেসক্লাবকে পুরস্কার দেওয়া হয়। স্বস্ব প্রতিষ্ঠানের প্রধানগন তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কার গ্রহন করেন।

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102