মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা জনগনের হাতে তুলে দিন ইকবাল হাসান মাহমুদ টুকু উদ্বোধন হলো স্বপ্নের যমুনা রেলসেতু  মানিকগঞ্জ জেলা প্রশাসকের অফিসিয়াল ফোন ক্লোন করে অর্থ দাবি ঘিওরে নানা আয়োজনে খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত মানিকগঞ্জে হাসপাতাল থেকে শিশু চুরি, ৩ ঘন্টা পর উদ্ধার সিরাজগঞ্জে মসজিদের টাকা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১ আছিয়ার শোক শেষ না হতেই সিরাজগঞ্জে ৯ বছরের শিশু ধর্ষনের শিকার সমৃদ্ধশালী দেশ গড়তে একটি গণতান্ত্রিক  সরকার ব্যবস্থা দ্রুত দরকার—– ইকবাল হাসান মাহমুদ টুকু আবারো উড়লো জুলহাসের বিমান, যমুনা পাড়ে উৎসবের আমেজ মানিকগঞ্জের যুবক তৈরি করলেন বিমান সহযোগিতায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

নববর্ষ উপলক্ষে নাগরপুরে মঙ্গল শোভাযাত্রা

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ১৫৯ দেখা হয়েছে:

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:১৪ এপ্রিল-২০২১,বৃহস্পতিবার।
মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসন শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে সদর বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সকাল ১০ টার দিকে শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রায় বাহারি রঙের কার্টুন, ফেস্টুন ও ব্যানার দেখতে পাওয়া যায়। এসময় শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহের সাথে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায়। মঙ্গল শোভাযাত্রা শেষে মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা নাচ, গান পরিবেশন করে।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান প্রথমেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিগত দুই বছর করোনার থাকার কারনে নববর্ষ উদযাপন হয়নি। এবার করোনা শীথিল থাকলেও পবিত্র রমজানের জন্য অল্প পরিসরে আমরা নববর্ষ উদযাপন করলাম। আমি আশা করছি নতুন বছর সবার জীবনে সুখ ও শান্তি বয়ে আনবে। আমাদের এই আয়োজনে অংশ গ্রহণ করার জন্য নাগরপুর বাসীসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই। নতুন বছরে আমরা সবাই যেন সুস্থ ও সুন্দর থাকতে পারি সেই কামনা করি।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, নাগরপুর থানার তদন্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ সুশীল সামাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

 

 

 

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102