বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকা আরিচা মহাসড়কে এসবি ডিলাক্স পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১ আহত ৬ মনোবল হারাবেন না, অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী–সেনা প্রধান ডেইরী ফার্ম এখন ডেরা রিসোর্ট , ক্ষমতার দাপটে ছাড়পত্র ছাড়াই চলছে রিসোর্ট দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা জনগনের হাতে তুলে দিন ইকবাল হাসান মাহমুদ টুকু উদ্বোধন হলো স্বপ্নের যমুনা রেলসেতু  মানিকগঞ্জ জেলা প্রশাসকের অফিসিয়াল ফোন ক্লোন করে অর্থ দাবি ঘিওরে নানা আয়োজনে খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত মানিকগঞ্জে হাসপাতাল থেকে শিশু চুরি, ৩ ঘন্টা পর উদ্ধার সিরাজগঞ্জে মসজিদের টাকা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১ আছিয়ার শোক শেষ না হতেই সিরাজগঞ্জে ৯ বছরের শিশু ধর্ষনের শিকার

কালুখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ ডিলার আটক

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ১৮০ দেখা হয়েছে:

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি : ১৪ এপ্রিল-২০২২,বৃহস্পতিবার।

রাজবাড়ীর কালুখালী উপজেলার হরিনবাড়ীয়া বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ সাবেক ইউপি সদস্য জনতার হাতে আটক হয়েছে। পরে তাকে চালসহ উপজেলা খাদ্য কর্মকর্তা ও কালুখালী থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। আটক ডিলারের নাম জয়নাল আবেদীন ।
বৃহস্পতিবার দুপুরে কালুখালী উপজেলার হরিণবাড়ীয়া বাজারে এ ঘটনা ঘটে।
জানাগেছে, কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার জয়নাল আবেদীন ঠাকুরপাড়া (হরিণবাড়ীয়া) বাজারে থাকা তার গুদাম থেকে ৮ বস্তা (৪০০ কেজি) চাউল আনোয়ার হোসেনের ঘোড়ার গাড়ীতে করে পাচারের চেষ্টাকালে কালিকাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার বিল্লাল হোসেন, ৯নং ওয়ার্ডের মেম্বার মনোয়ার হোসেন ও রতনদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার জাকির হোসেনসহ স্থানীয় লোকজন আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশকে অবগত করলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারিকুল ইসলাম, কালুখালী থানার এস,আই রুপম কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ ডিলারকে আটক করে। এসময় স্থানীয় লোকজন ঘোড়ার গাড়ী চালক কোন অপরাধ না করায় তাকে আটক না করার অনুরোধ জানিয়ে রেখে দেন।
ছকিনা, মমতাজ,আব্দুল কাদের, সাইফুল শেখ বলেন, আমাদের নামে কার্ড থাকলেও নানা অজুহাতে দীর্ঘদিন ধরে চাউল দেয় না। কখনো বলে কার্ড হারিয়ে গেছে, আবার বলে তোমার নাম কেটে দিয়েছে। এভাবেই গরীবের চাল আতœসাৎ করে কালোবাজারে বিক্রি করে আসছিল। আমরা সুষ্টু বিচার দাবী করছি।
এদিকে খাদ্য কর্মকর্তা ও পুলিশের সামনেই স্থানীয় রংধনু সংগঠনের নেতৃবৃন্দ সাবেক ইউপি সদস্য ডিলার জয়নাল আবেদীনের বিচার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে । প্রতিবাদ সভায় ইউপি সদস্য বিল্লাল মন্ডল, রংধনু সংগঠনের সভাপতি রুহুল আমীন,সাধারন সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারিকুল ইসলাম বলেন, ডিলার জয়নাল আবেদীনকে ৪০০ কেজি (৮বস্তা) চাউল সহ আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

 

 

 

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102