রামপ্রসাদ সরকার দীপু স্টাফ রিপোর্টার ঃ১৯ এপ্রিল-২০২২,মঙ্গলবার।
মানিকগঞ্জ ঘিওর উপজেলা কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে বাজারে বিভিন্ন স্থানে প্রদক্ষিন করা হয়।
শেষে উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ভিলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল আলীম মিন্টু, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আতোয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক আলী ইশবাল বাহার ভিপি শামীম, জেলা কৃষকলীগের আহবায়ক কমিটির সদস্য আমজাদ হোসেন মানিক ঠাকুর, দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হক স্বপন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন সজল, উপজেলা যুবলীগ সভাপতি বাবুল বেপারী,কৃষকলীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান লাভলু দরজী ও শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক প্রমূখ।