নিজস্ব প্রতিবেদক: ১৯ এপ্রিল-২০২২,মঙ্গলবার।
ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জে বাসস্ট্যান্ড এলাকা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে দিয়ে মোবাইল ব্যাংকিংয়ের এক বিক্রিয় প্রতিনিধিকে প্রাইভেটকারে তুলে নিয়ে ৫০ হাজার টাকা ও ৩টি মোবাইল সেট লুট করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড নারাঙ্গাই এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভূক্তভোগী ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিংয়ের (রকেট) সদর উপজেলায় বিক্রয় প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ এবং ভূক্তভোগী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে নারাঙ্গাই এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে কর্নেল মালেক টাওয়ারের সামনে মোটরসাইকেল রেখে দেলোয়ার হোসেন রাস্ত পার হন। এর পর ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের (এনপিআই) সামনে দোকানে লেনদেন শেষ করে মোটরসাইকেলের কাছে যেতে মহাসড়কের ওঠার পর পরই একটি প্রাইভেটকারে করে ডিবি পুলিশের পোশাক পরিহিত পাঁচ ব্যক্তি এসে তাঁকে গাড়িতে ওঠতে বলেন। তবে তিনি প্রাইভেটকারে ওঠতে না চাইলে তাঁকে জোর করে গাড়িতে তুলে তাঁর হাতে হাতকড়া (হ্যান্ডক্যাপ) লাগানো হয়। এর পর তাঁর মুখ কাপড় দিয়ে বেঁধে ঢাকার দিকে নিয়ে যান। এ সময় তাঁরা দেলোয়ারকে মারধর করে তাঁর কাছে থাকা ৫০ হাজার টাকা, তিনটি মুঠোফোন সেট, ডাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র এবং টিকা কার্ড জোর করে ছিনিয়ে নিয়ে বারবারিয়া নামিয়ে দেন।
এ ব্যাপারে জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, ডিবির পোশাক পড়ে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। এ ছাড়া ডিবির কোনো সদস্য এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকলে তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, এ ঘটনায় বিকেলে ভূক্তভোগী দেলোয়ার হোসেন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্ত করে করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।