নিজস্ব প্রতিবেদক:১৯ এপ্রিল-২০২২,মঙ্গলবার।
জেলা দুর্য্গো ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মানিকগঞ্জে দিনব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আতিকুল হক।
প্রশিক্ষন কর্মশালায় জেলা সকল সরকারি দপ্তরের প্রধান, উপজেলার চেয়ারম্যানগন, উপজেলা নির্বাহী অফিসার, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, সড়ক পরিবহন মালিক ও শ্রমিক, রোভার স্কাউটস, রেড় ক্রিসেন্ট সোসাইটি, ব্যবসায়ী, বেসরকারি উন্নয়ন প্রতিনিধিসহ জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আতিকুল হক বলেন, সারা দেশে ৯ লক্ষ ৩৭ হাজার দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির সদস্য রয়েছেন। আগে সবাই প্রাকৃতিক দুযোর্গ বিষয় নিয়ে আমার সবাই কাজ করেছি। সেগুলো ছিলো এলোমেলো। এসওএস ফরমে দুযোর্গের ক্ষয়ক্ষতি তথ্য সংগ্রহ করা প্রায় শতভাগ সঠিক হয়। এসওএস করার উদ্দেশ্যে হচ্ছে যেখানেই দুযোর্গ হবেই ওই এলাকার দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির তাৎক্ষনিক কাজ করতে পারবেন। এর জন্য কোন অনুমতির প্রয়োজন নেই।