মোঃ খান সোহেল নেত্রকোনা প্রতিনিধি:১৯ এপ্রিল-২০২২,মঙ্গলবার।
নেত্রকোনার দুর্গাপুরে জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের অন্তভুক্ত দুগাপুর উপজেলা শাখা কমিটির সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের উৎরাইল এলাকার উপজেলা সড়ক পরিবহন শ্রমিক শাখা অফিস চত্বরে এ সভা হয়। এ বিশেষ সাধারন সভায় দুর্গাপুর উপজেলা শাখার কমিটির মেয়াদকাল ৩ বছরের অধিক সময় হওয়ায় এ কমিটিকে বিলুপ্ত ঘোষনা করেন জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আব্দুল কুদ্দুস। এ সময় উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম ও সাধারন সম্পাদক সাহেব আলী সহ সকল নেতৃবৃন্দ বিদায়ী ভাষন দেন সকল শ্রমিকদের উদ্দেশ্যে এবং আবারো নির্বাচনে তাদেরকে জয়যুক্ত করে অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার সুযোগ চান। পরে উপজেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচনের জন্য জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. শাহজাহান মিয়াকে প্রধান নির্বাচন কমিশনার করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি করা হয় নির্বাচন পরিচালনার জন্য।কমিটির অন্য সদস্যরা হলেন, নির্বাচন কমিশনার মো. মোজাম্মেল হোসেন ফয়সাল, সদস্য সচিব মো. তোফাজ্জল হোসেন দীপু, মো. কামরুল ইসলাম,মো. আরিফ খান, সম্মানিত সদস্য মো. বজলুর রহমান, মো. শিবলী সাদিক, মো. সুলতু মিয়া।