হাবিবুর রহমান, প্রতিনিধি ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) :২১ এপ্রিল-২০২২,বৃহস্পতিবার।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় শত্রুতার জেরে ৯টি বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে দূবৃত্তরা। এনিয়ে বুধবার রাতে থানায় পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম লিংকন সহ ১০জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়।
জানাযায়, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম লিংকন সমর্থকদের সাথে জায়গা জমি নিয়ে একই এলাকার রুকন উদ্দিনের বিরোধ চলছিল। বিরোধের জেরে মঙ্গলবার রাতে পৌর সদরের ৬নং ওয়ার্ডে শিমরাইল এলাকায় লিংকন সমর্থক রতন মিয়াকে মারধর করায় কাউন্সিলর শফিকুল ইসলাম লিংকন সমর্থকদের লোকজন রুকন উদ্দিন ও তার ভাইদের বাড়ি ঘরে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনাটি ঘটে। ভাংচুর ও লুটপাটের ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন রুকন উদ্দিন।
এ বিষয়ে কাউন্সিলর শফিকুল ইসলাম লিংকনের সাথে কথা হলে তিনি বলেন, তারাবি নামাজের পর শুনতে পাই রতনকে হাত পা ভেঙে দিয়েছে। পরে রোগী হাসপাতালে পাঠানোর পর উত্তেজিত এলাকাবাসী রুকন উদ্দিনের বাড়ি ঘরে হামলা করেছে।
স্থানীয়রা জানান, র্দীঘদিনের শত্রæতার কারণে প্রভাবশালী মহলটি রুকন উদ্দিন ও তার ভাইদের উচ্ছেদের জন্য এই বরবর হামলা ভাংচুর ও লুটপাট করেছে। এলাকার কোন সাধারণ মানুষ প্রভাবশালী কাউন্সিলর শফিকুল ইসলাম লিংকনের প্রতিবাদ করতে সাহস পায়না।
ওসি আব্দুল কাদের মিয়া জানান, এঘটনায় কাউন্সিলরসহ ১০জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। আসামীদের আটকের চেষ্টা চলছে।##