নিজস্ব প্রতিবেদক:২৮ এপ্রিল-২০২২,বৃহস্পতিবার।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মানিকগঞ্জের শিবালয় উপজেলা আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয়।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে মানিকগঞ্জ শহরের নিজস্ব বাসভবনে শিবালয় উপজেলার ৭ টি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলীয় নেতাকর্মীদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করেন সাংসদ দুর্জয় । এ সময় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, শিবালয় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সহ জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।