নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:-০১ মে-২০২২,রবিবার।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় টাঙ্গাইল-৬ সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে অসহায়দের মাঝে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান বিতরণ করেন টাঙ্গাইল-৬ সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জল হোসেন মোল্লা, থানা অফিসার ইনর্চাজ সরকার আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।