নিজস্ব প্রতিবেদক:০১ মে-২০২২,রবিবার।
মানিকগঞ্জের দৌলতপুর প্রেসক্লাবের এক সভায় ক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহ আলমকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়ার সিন্ধান্ত গ্রহন করা হয়েছে। রবিবার (১মে) বিকেলে এক সাভার দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মো. জালাল উদ্দিন ভিকুর সভাপতিত্বে ওই জরুরি সভা অনুষ্ঠিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন দৌলতপুর প্রেসক্লাবের সহ সভাপতি দৈনিক সংবাদ প্রতিদিনের দৌলতপুর সংবাদদাতা মো. মাসউদুর রহমান, দৈনিক ভোরের সময়ের মানিকগঞ্জ সংবাদদাতা মো. আবুল হাসান, যুগ্ম সাধারন সম্পাদক দৈনিক আমাদের নতুন সময়ের দৌলতপুর সংবাদদাতা মো. লিটন মিয়া, সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের ডাকের দৌলতপুর সংবাদদাতা মো. খায়রুল ইসলাম সুজন, ধর্ম ও ক্রীড়া সম্পাদক দৈনিক গণমানুষের আওয়াজ প্রত্রিকার মানিকগঞ্জ সংবাদদাতা মো. জাহাঙ্গীর আলম, দৈনিক আজকের পত্রিকার দৌলতপুর সংবাদদাতা মাহবুবুল আলম রাসেল, চ্যানেল নাইন এর স্টাফ রিপোর্টার মো. জুয়েল রানা, প্রেসক্লাবের সদস্য এশিয়ান টিভির দৌলতপুর প্রতিনিধি মো. রেজাউল করিম রেজা, অনলাইন নিউজ পোর্টাল দৈনিক কালের কাগজের সহ-মফস্বল সম্পাদক মো. জাহিদ হাসান হৃদয়। সভায় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সাধারণ সদস্যরা শৃঙ্খলা ভঙ্গ, ক্লাবের সদস্যদের সাথে অসদাচরণ ও নানাবিধ অনিয়মের অভিযোগ উত্থাপন করেন। সভায় কণ্ঠ ভোটের মাধ্যমে এবং একযোগে হাত তুলে সর্ব সম্মতিক্রমে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাধারণ সদস্য পদ থেকে শাহ আলমকে আজীবনের জন্য অব্যহতির সিদ্ধান্ত হয়। এই প্রস্তাব সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মো. জালাল উদ্দিন ভিকু জানান, দৌলতপুরে কর্মরত সাংবাদিক এবং প্রেসক্লাবের ভাবমূর্তি রক্ষার্থে শাহ আলমের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্লাবের সদস্যরা তার বিতর্কিত কর্মকাণ্ডে সাধারণ সভায় নিন্দা জানিয়েছেন। অব্যহতির সিদ্ধান্ত এরই মধ্যে বিভিন্ন দফতরে লিখিতভাবে জানানো হবে।