রামপ্রসাদ সরকার দীপু স্টাফ রিপোর্টার ঃ১০ মে-২০২২,মঙ্গলবার।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাজারে আজ মঙ্গলবার সয়াবিন তেল অতিরিক্ত মুল্যে বিক্রি, বোতলের তেল খুলে কৃত্রিম সংকট তৈরি করা এবং দোকানে মূল্য তালিকা টাঙ্গিয়ে না রাখার অপরাধে ৫ ব্যবসায়ীকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে জড়িমানা করা হয়েছে।
জানা গেছে, ঘিওর বাজারের কিছু অসাধু ব্যবসায়ী সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মূল্যে বিক্রি করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে মঙ্গলবার দুপুরে ঘিওর বাজারে তেল ব্যবসায়ী ফারুক হোসেন কঁচিকে ২০ হাজার টাকা, পরেশ সাহাকে ৫ হাজার টাকা, মুসা দাশ ৩ হাজার টাকা, মের্সাস হানিফ স্টোর ২ হাজার টাকা, মের্সাস সুমন স্টোর ৭ হাজার টাকাসহ মোট ৩৭ হাজার টাকা জড়িমানা করা হয়।
এ অভিযান পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেকটর মোঃ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ঘিওর বাজারে এক শেন্রীর অসাধু ব্যবসায়ীরা সরকারের নির্ধারিত মুল্যের চেয়ে বিশি দামে সয়াবিন তেল বিক্রি করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার আইনে তাদের জড়িমানা করা হয়েছে। তবে আমাদের এই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান।