মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি :১০ মে-২০২২,মঙ্গলবার।
টাঙ্গাইলের কালিহাতীতে পাঁচ গ্রাম হেরোইনসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২। মঙ্গলবার (১০মে) সকালে উপজেলার পাইকড়া ইউনিয়নের পাইকড়া এলাকার আসামির নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃত আসামীরা হলেন, উপজেলার পাইকড়া ইউনিয়নের পাইকড়া গ্রামের মৃত. রবি খানের ছেলে শামীম খান (৫২) ও একই গ্রামের রওশন খানের ছেলে আওয়াল খান (৩৩)। র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিক্তিতে সকালে উপজেলার পাইকড়া ইউনিয়নের পাইকড়া সাকিনস্থ আসামীর নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে ০৫ গ্রাম হেরোইন ৩টি মোবাইল এবং ৩টি সিম কার্ডসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
এসময় আসামীদ্বয়ের বিরুদ্ধে কালিহাতী থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ৮ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।