নিজস্ব প্রতিবেদক::১২ মে-২০২২,বহস্পতিবার।
মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেছেন,দেশ ভাল থাকলে আমরা ভাল থাকবো-জনগন ভাল থাকলে দেশ ভাল থাকবে । জনগন কোন কাজে এসে যেন কষ্ট নিয়ে ফিরে না যায় । জনসাধারন আমাদের কাছে কাজ নিয়ে এসে যেন ঘুড়ে না যায় তার কথা শুনে যথাযথ ভাবে তার সেবা দিতে হবে। সেবা না পেয়ে অনেক সময় সেবা বঞ্চিত মানুষ ক্ষোভ নিয়ে গিয়ে তার ছেলে-মেয়েকে প্রশাসন ক্যাডারে লেখা পড়া করায় । তাই সব সময় খেয়াল রাখতে হবে আমার ও আপনাদের ধারা যেন জনসাধারন মনে কষ্ট না পায় । সেই সাথে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের জন্য সকলকে কাজ করতে হবে ।
আজ ১২ মে বৃহস্পতিবার ১১ টায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা চত্ত¡রে অফিসার্স ক্লাবে সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ এ কথাগুলো বলেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরুল হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রবিন,স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মো: শাহ আলম সিদ্দিকী, উপজেলা ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল,মহিলা ভাইস-চেয়ারম্যান জাহানারা আক্তার,উপজেলা কৃষি কর্মকর্তা মো: রেজাউল হক,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এমদাদুর রহমান তালুকদার , প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন ভিকুসহ সরকারী কর্মকর্তাবৃন্দ ।