শরিফুল ইসলাম ,নড়াইল :
নড়াইলে কৃষক অ্যাপের মাধমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের জন্য লটারী ও বোরো চাল,গম সংগ্রহের (১২ মে) সকালে উদ্ধোধন করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধানর সম্পাদক নিজাম ইদ্দিন খান নিলু, জেলা খাদ্য নিয়ন্ত্রন অফিসার অর্নিবান ভদ্র ,উপ জেলা কৃষি অফিসার রোকনুজ্জামান, উপ জেলা খাদ্য কর্মকর্তা মনিরুল হাসান, প্রমুখ। জানা গেছে, লটারীর মাধ্যমে বাছাই করে সরাসরি কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ধান, ২৮ টাকা কেজি দরে গম। এবং মিল অরদের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে শিদ্ধ চাল কেনা হবে। জেলা থেকে এ বছর ৬৭৯৬ মে: ট: ধান, ৪৭২৭ মে: ট: চাউল, ৮৭৪ মে: ট: গম সংগ্রহ করা হবে।