শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আবারো উড়লো জুলহাসের বিমান, যমুনা পাড়ে উৎসবের আমেজ মানিকগঞ্জের যুবক তৈরি করলেন বিমান সহযোগিতায় পাশে দাঁড়ালেন তারেক রহমান দৌলতপুরে নতুন ওসি আল মামুন ও সিংগাইরে তৌফিক আজম যোগদান করেছেন সারা বছরই সূলভ মূল্যে পণ্যসামগ্রী বিক্রি করা হবে ………মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মানিকগঞ্জে কারখানায় ডাকাতি, গ্রেফতার ১১ আওয়ামী ফ্যাসিবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে– এস.এ জিন্নাহ কবির ঘাটাইলে পিকনিকের চার বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি ডিবির জ¦ালে আরও দুই আসামি- মালামাল উদ্ধার ঘাটাইলের সড়কে শিক্ষা সফরের চার বাসে ডাকাতি আগামীতে ধানের শীষে ভোট দিতে হবে । ধানের শীষের বিকল্প নাই

নড়াইলে লটারির মাধমে বোরো চাল সংগ্রহের উদ্ধোধন

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১৭৫ দেখা হয়েছে:

শরিফুল ইসলাম ,নড়াইল :

নড়াইলে কৃষক অ্যাপের মাধমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের জন্য লটারী ও বোরো চাল,গম সংগ্রহের (১২ মে) সকালে উদ্ধোধন করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধানর সম্পাদক নিজাম ইদ্দিন খান নিলু, জেলা খাদ্য নিয়ন্ত্রন অফিসার অর্নিবান ভদ্র ,উপ জেলা কৃষি অফিসার রোকনুজ্জামান, উপ জেলা খাদ্য কর্মকর্তা মনিরুল হাসান, প্রমুখ। জানা গেছে, লটারীর মাধ্যমে বাছাই করে সরাসরি কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ধান, ২৮ টাকা কেজি দরে গম। এবং মিল অরদের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে শিদ্ধ চাল কেনা হবে। জেলা থেকে এ বছর ৬৭৯৬ মে: ট: ধান, ৪৭২৭ মে: ট: চাউল, ৮৭৪ মে: ট: গম সংগ্রহ করা হবে।

 

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102