শরিফুল ইসলাম নড়াইল:
নড়াইলে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সদর হাসপাতাল এর নার্সদের আয়োজনে বৃহস্পতিবার (১২মে) দুপুরে নড়াইল সদর হাসপাতাল চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। নড়াইল সদর হাসপাতালের নার্সিং সুপার ভাইজার ননী বালা বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন নড়াইল সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ প্রেমানন্দ মন্ডল,সদর হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ আসাদুজ্জামান মুন্সি। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বাধীনতা নার্সেস পরিষদ নড়াইল জেলা কমিটির সভাপতি বিউটি পারভীন, সাধারন সম্পাদক হেনা পারভীন, সিনিয়র ষ্টাফ নার্স মজিদা খানম, সুমি আকতার, রোমানা আফরোজ, শাহিনুর বেগমসহ প্রমুখ।