
শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:১২ মে-২০২২,বৃহস্পতিবার।
নীলফামারীর কিশোরগঞ্জে ভোজ্য তেল অবৈধ মজুদ করায় এক ব্যবসায়ীর কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১২ মে) দুপুরে কিশোরগঞ্জ বাজার মনিটরিংকালে ‘হারুন স্টোরে’ অবৈধ মজুদের সন্ধ্যান পায় ভোক্তা অধিদপ্তর কর্মকর্তা। এ সময় সেখান থেকে ৪০২৪ লিটার তেল জব্দ করা হয়।
মনিটরিংয়ে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল ইসলাম। এ সময় কিশোরগঞ্জ উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আহমেদ আলী শাহ উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আহমেদ আলী শাহ বলেন, রুপচাঁদা, ফ্রেস, একটিফেট ও পুষ্টি সয়াবিন তেল এর মজুদ রেখেছিলেন ব্যবসায়ী বুলবুল আহমেদ।
বর্তমান মুল্য ১৯৮টাকা লিটার দরের বোতল না রেখে পুর্বের দরের বোতল মজুদ রেখেছিলেন তিনি। তার উদ্দেশ্য ছিলো বেশি দামে বিক্রি করা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল ইসলাম বলেন, তিনি যেহেতু অবৈধ মজুদ করেছেন এ কারণে তাৎক্ষনিক ভাবে নায্য মুল্যে অর্থাৎ বোতলের মোড়কের দরে ১৬০টাকা লিটারে সয়াবিন তেল বিক্রি করা হয় শতাধিক মানুষের কাছে। জরিমানার টাকা তাৎক্ষনিক ভাবে ওই ব্যবসায়ী পরিশোধ করেছেন বলে জানান এই কর্মকর্তা।