শরিফুল ইসলাম ,নড়াইল প্রতিনিধি:১৩ মে-২০২২,শুক্রবার।
নড়াইলের কালিয়ার বড়দিয়া ফেরীঘাটে বন্ধুদের সাথে মধুমতি নদীতে গোসল করতে গিয়ে মোঃ আলিফ মোল্যা নামে (১৩) বছরের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৩মে) সকালে বড়দিয়া ফেরীঘাট এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিখোঁজ আলিফ বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ও চোরখালী গ্রামের আলাউদ্দিন মোল্যার ছেলে। নিখোঁজের পারিবারিক সুত্র ও প্রত্যক্ষদর্শী বন্ধুরা জানায়, আলিফসহ তার ৫ বন্ধু মিলে সকাল সাড়ে ১২ টার দিকে মধুমতি নদীর বড়দিয়া ফেরীঘাটে গোসল করতে নামে। এক পর্যায়ে আলিফ ঘাটের পল্টুনে উঠে নদীতে লাফ দেয়ার পর নদীগর্ভে মুহুতের মধ্যে হারিয়ে যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে তার পরিবারের লোকজনসহ স্থানীয় লোকজন নদীতে নেমে জাল দিয়ে তল্লাশী শুরু করেছে। স্বজনদের পাশাপাশি খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরীদল অংশ নিয়েছে উদ্ধার অভিযানে। তবে বিকাল সাড়ে ৪টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।
এ দিকে নড়াগাতি থানার অফিসার ইনর্চাজ সুকান্ত সাহা বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিখোঁজের সন্ধানে নদীতে তল্লাশী অব্যাহত রয়েছে।