আবুল হোসেন, রাজবাড়ী প্রতিনিধি :১৩ মে-২০২২,শুক্রবার।
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া দেশের বৃহত্তম যৌনপল্লীর প্রধান গেটে দুই জনের দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক সম্রাট কে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাদের কে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী দৌলতদিয়া সামছু মাষ্টার পাড়ার
মাদার শেখের ছেলে মো. মোতালেব শেখ(৪৫) ও দৌলতদিয়া বদন মৃধা পাড়ার মৃত নুর শেখের ছেলে মো. রাজিব শেখ (২৭)।
রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের একটি বিশেষ দল দৌলতদিয়া পতিতালয়ের চেয়ারম্যানের গলির মো. জিয়ার দোকানের সামনে থেকে আসামীদ্বয়ের দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবাসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়। আসামীদ্বয় দৌলতদিয়া ঘাট ও যৌনপল্লী এলাকার পেশাদার মাদক কারবারি।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক মো. জিল্লুর রহমান বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ ঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৬। আসামীদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একাধিক মাদক মামলা রয়েছে।