শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আছিয়ার শোক শেষ না হতেই সিরাজগঞ্জে ৯ বছরের শিশু ধর্ষনের শিকার সমৃদ্ধশালী দেশ গড়তে একটি গণতান্ত্রিক  সরকার ব্যবস্থা দ্রুত দরকার—– ইকবাল হাসান মাহমুদ টুকু আবারো উড়লো জুলহাসের বিমান, যমুনা পাড়ে উৎসবের আমেজ মানিকগঞ্জের যুবক তৈরি করলেন বিমান সহযোগিতায় পাশে দাঁড়ালেন তারেক রহমান দৌলতপুরে নতুন ওসি আল মামুন ও সিংগাইরে তৌফিক আজম যোগদান করেছেন সারা বছরই সূলভ মূল্যে পণ্যসামগ্রী বিক্রি করা হবে ………মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মানিকগঞ্জে কারখানায় ডাকাতি, গ্রেফতার ১১ আওয়ামী ফ্যাসিবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে– এস.এ জিন্নাহ কবির ঘাটাইলে পিকনিকের চার বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি ডিবির জ¦ালে আরও দুই আসামি- মালামাল উদ্ধার

হরিপুরে বসত ভিটার জমির জেরে ছেলের হাতে মা খুন গ্রেপ্তার ৩  

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: শনিবার, ১৪ মে, ২০২২
  • ১৮৬ দেখা হয়েছে:
মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:১৪ মে-২০২২,শনিবার।
ঠাকুরগাঁওয়ের হরিপুরে জমি রেজিষ্ট্রি না দেওয়ায় ছেলের হাতে মা খুন হওয়ার অভিযোগ উঠেছে।গত শুক্রবার দিবাগত রাতে গেদুরা ইউনিয়নের পচ্ছিম বনগাঁও উত্তর পাড়া গ্রামের আফতাব উদ্দিনের স্ত্রী আনসারী বেগম পারুল (৭০) নামে এক বৃদ্ধা মাকে খুন করেছে ছেলে এজাবুদ্দিনের নামে এক ব্যাক্তি।
নিহতের স্বামী আফতাব উদ্দীন বাদী হয়ে দুই ছেলেসহ ৮ জনের নাম উল্লেখ্য করে হরিপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।আসামীরা হলেন, ছেলে এজাবুদ্দিন বাবু (৩৫), রফিকুল ইসলাম (৪৭), ছেলের স্ত্রী রুম্পা (২৬), জামাল উদ্দিন (৫০), জিএম (৩০), সাইদুর রহমান (৪০), নজরুল (৫০) সহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪জন।
অভিযোগ সূত্রে জানা গেছে,  মামলাম বাদী কিছুদিন পূর্বে তার দুই সন্তানকে নিজ ১৭ লক্ষ টাকা দিয়ে শর্তসাপেক্ষে একটি এসকেবেটার (ভেকু) ক্রয় করে দেয়। কিছু পরে শর্ত অনুযায়ী উক্ত টাকা দুই ছেলের কাছ থেকে ফেরত চাইলে তারা টাকা দিতে টালবাহানা শুরু করেন। এক সময় বাদী বিরক্ত হয়ে অন্য দুই ছেলেকে ঐ টাকার পরিবর্তে বসতভিটায় ২বিঘা জমি খোস কবলা মুলে রেজিষ্ট্রি করে দেয়। জমি রেজিষ্ট্রি দেওয়ার পর থেকে টাকা না ফেরত দেওয়ায় দুই ছেলেসহ উক্ত আসামীরা মা বাবার উপর ক্ষিপ্ত হয়ে উঠে।
(শুক্রবার ১৩ মে) রাতে এই নিয়ে মা বাবার সঙ্গে দুই ছেলে বাকবিতন্ড হয়। এরপর সবাই খাওয়া দাওয়া করে নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে এবং মামলার বাদী (বাবা) বসতবাড়ীর উত্তর ভিটার শয়ন কক্ষে ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে ঘুমিয়ে পড়ে এবং তার স্ত্রী শয়ন কক্ষে ঘরের দরজার পাশে বারান্দায় দরির খাটের উপর ঘুমিয়েপড়ে।
শনিবার ১৪ মে ভোরে নিহতের স্বামী বউকে ডাকতে গেলে দরজা খুলে দেখে তাঁর বউ ঘরে নেই।বউকে ঘরে না পেয়ে খুজতে খুজতে  নিজ বাড়ী হইতে আনুমানিক ৫০০ গজ দুরে আম, লিচু ও কাঁঠাল বাগানের ভিতরে রক্তাক্ত অবস্থায় আনসারী বেগম পারুল (৭০) এর লাশ দেখতে পায়। স্বামী আফতাব উদ্দিন।
নিহতের সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, ঘটনা শুনে ঘটনা স্থল পরিদর্শন করেছি।
হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম হত্যা মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের স্বামী আফতাব উদ্দিন, বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছি। আমি সহ থানা পুলিশফোর্স ঘটনা স্থল পরিদর্শন করেছি।লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।এবং তিন জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা পলাতক রয়েছে তাঁদের ধরার প্রক্রিয়া চলছে।

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102