শরিফুল ইসলাম ,নড়াইল প্রতিনিধি:১৫ মে-২০২২,রবিবার।
নড়াইলে কালিয়ায় মধুমতি নদীর বড়দিয়া ফেরিঘাটে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে নিখোজ হওয়া সেই স্কুল ছাত্রের মোঃ আলিফ মোল্যার (১৪) লাশ নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একদল ডুবুরী। নিখোজ হওয়ার একদিন পর গত শনিবার (১৪ মে) বিকালে ঘটনাস্থল থেকে তার লাশটি উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সকাল ১১ টার দিকে মধুমতি নদীতে উপজেলার বড়দিয়া ফেরীঘাটে ঘাটে বন্ধুদের সাথে গোসল করতে নেমে সে নিখোজ হয়। সে বড়দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ও চোরখালি গ্রামের আলাউদ্দিন মোল্যার ছেলে। স্বজনদের পাশাপাশি খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরীদলও তল্লাশীতে অংশ নেয়।
কালিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম ও সহকারি কমিশনার (ভ’মি) মোঃ জহুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নড়াগাতি থানার অফিসার ইনর্চাজ সুকান্ত সাহা বলেন, আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।