বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকা আরিচা মহাসড়কে এসবি ডিলাক্স পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১ আহত ৬ মনোবল হারাবেন না, অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী–সেনা প্রধান ডেইরী ফার্ম এখন ডেরা রিসোর্ট , ক্ষমতার দাপটে ছাড়পত্র ছাড়াই চলছে রিসোর্ট দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা জনগনের হাতে তুলে দিন ইকবাল হাসান মাহমুদ টুকু উদ্বোধন হলো স্বপ্নের যমুনা রেলসেতু  মানিকগঞ্জ জেলা প্রশাসকের অফিসিয়াল ফোন ক্লোন করে অর্থ দাবি ঘিওরে নানা আয়োজনে খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত মানিকগঞ্জে হাসপাতাল থেকে শিশু চুরি, ৩ ঘন্টা পর উদ্ধার সিরাজগঞ্জে মসজিদের টাকা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১ আছিয়ার শোক শেষ না হতেই সিরাজগঞ্জে ৯ বছরের শিশু ধর্ষনের শিকার

সাটুরিয়ায় ধান কাটার শ্রমিককে গলা কেটে হত্যা । দুই শ্রমিক গ্রেফতার

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: সোমবার, ১৬ মে, ২০২২
  • ২৩৩ দেখা হয়েছে:

নিজস্ব প্রতিবেদক:১৬ মে-২০২২,সোমবার।
মানিকগঞ্জের সাটুরিয়ায় পূর্ব শক্রুতার জের ধরে ধান কাটার শ্রমিককে গলা কেটে হত্যা করেছে সহকর্মী শ্রমিক হৃদয় হোসেন নামে ঘাতক। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে সাটুরিয়া উপজেলার দ্বিমুখা গ্রামের ইরি-রোরো আবাদী জমির পাশে সেচ মেশিন ঘরে। এ ঘটনায় পুলিশ দুই শ্রমিককে গ্রেফতার করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দ্বিমুখা গ্রামের ইউসুফ আলী নামে এক ব্যাক্তি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বৃস্পতিবার তিনজন ধান কাটার শ্রমিক বাড়িতে নিয়ে আসেন ধান কাটার জন্য। তিনজনের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পারুরিয়া ব্রাহ্মণধি গ্রামে। নিহত মো. আরিফ হোসেন পারুরিয়া ব্রাহ্মণধি গ্রামের জিলিম কবিরাজের ছেলে। গ্রেফতারকৃত হলো ঘাতক হৃদয় হোসেন মেহের আলীর ছেলে ও বাবুল শেখ মো: শের আলীর ছেলে উভয়ের পারুরিয়া ব্রাহ্মণধি গ্রামের ।
সোমবার সকালের খাবার খেয়ে শ্রমিক হৃদয় হোসেন, বাবুল শেখ ও আরিফ হোসেন ধান কাটতে ক্ষেতে যায়। দুপুরে ক্ষেতের পাশে একটি মেশিন ঘরে তারা তিনজনে মিলেই বিশ্রাম নিচ্ছিল। এ সময় পূর্ব শক্রুতা জের ধরে হৃদয় হোসেন মো. আরিফ হোসেনকে ধান কাটার ধারালো কাস্তে গলায় চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই আরিফের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত আরিফের বাড়ি পারুরিয়া ব্রাহ্মণধি গ্রামে।
ঘাতক শ্রমিক হৃদয় হোসেন জানান, তার সহকর্মী আরিফ হোসেন তার স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যায়। এছাড়া সে এলাকার অনেকের ক্ষতি করেছে। এজন্য তাকে হত্যার পরিকল্পনা অনেক আগে থেকেই করি। কিন্তু সুযোগ না পেয়ে শ্রমিক হিসেবে এক সাথে কাজ করতে এসে তাকে কাস্তে দিয়ে জবাই করি। এ ঘটনায় সাটুরিয়া থানা পুলিশ হৃদয় হোসেন ও বাবুল শেখকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। এছাড়া বাড়ির মালিক ইউসুফ আলীকে জ্ঞিগাসাবাদের জন্য আটক করেছেন।
এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম বলেন, নিহত শ্রমিক আরিফসহ তিনজন শ্রমিক দ্বিমুখা গ্রামের ইউসুফের বাড়িতে ধান কাটছিল। দুপুরের দিকে তারা পাশের একটি মেশিন ঘরে বিশ্রাম নিচ্ছিল। এসময় হৃদয় হোসেন নামে এক শ্রমিক আরিফ নামে এক শ্রমিককে ধারালো কাস্তে দিয়ে গলায় চালিয়ে দিলে ওই শ্রমিকের ঘটনাস্থলেই মারা যায়। ধারণা করা হচ্ছে পূর্বের কোন শক্রুতা ছিল তাদের মধ্যে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

 

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102