শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি:১৬ মে-২০২২,সোমবার।
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউপির মাটিয়াডাঙ্গা গ্রামে ছাগল চুরির অভিযোগে দুই যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে। নির্যাতনের শিকার আহত দুই যুবক কে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার (১৫মে) উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটেছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, গত শনিবার (১৪ মে) রাতে মাটিয়াডাঙ্গা গ্রামের হাই মুন্সির একটি ছাগল চুরি হয়ে যায়। ওই ছাগল চুরির অভিযোগে রোববার (১৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে কোটাকোল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য কালাম মুন্সির নেতৃত্বে কোরবান,বেলায়েত শেখ ও নান্নু শেখসহ ৬/৭ জন মিলে ফরিদ শেখ(৩৫) ও তরিকুল ইসলাম (৩০) কে বাড়ি থেকে ধরে নিয়ে একই গ্রামের নান্নু শেখের দোকানের সামনে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে বেদড়ক ভাবে শারিরীক নির্যাতন চালায়। এছাড়াও তাদের শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে। আহত অবস্থায় তাদের দুজন কে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
কোটাকোল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য কালাম মুন্সি বলেন, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম,তবে তাদের মারতে নিষেধ করেছি।
এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনর্চাজ শেখ আবু হেনা মিলন বলেন, বিষয়টি শুনেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।