হাবিবুর রহমান, প্রতিনিধি ঈশ্বরগঞ্জ( ময়মনসিংহ):১৭ মে-২০২২,মঙ্গলবার।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে দিবসটি পালিত হয়।
উপজেলা আওয়ামী লীগ পৌর শহরে এক র্যালি বের করে। র্যালি শেষে দলীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক মেয়র পৌর আ’লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা আ’লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, অর্থ বিষয়ক সম্পাদক মতিউর রহমান প্রমুখ। অপরদিকে উপজেলা যুবলীগের সভাপতির বাস ভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক হারিছ উদ্দিন আহাম্মদ, কৃষি বিষয়ক সম্পাদক আবুল মুনসুর, যুবলীগ সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঞা সুমন প্রমুখ।##