শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি:১৭ মে-২০২২,মঙ্গলবার।
নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে রমাকান্ত মজুমদার (৪৭) নামে অটোভ্যান ড্রাইভারের গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। ১৬ মে (সোমবার) রাত সাড়ে দশটার দিকে এ মৃত্যুর ঘটনা ঘটেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পুলিশ লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
পারিবারিক সূত্রে জানা যায়, মোবাইল ফোনে একটি মেয়ের সাথে কথা বলায় গত ১৪ মে (শনিবার) রমাকান্তের সাথে তার স্ত্রী নিলিমা মজুমদারের ঝগড়া হলে সে রাগ করে বাড়ী থেকে চলে যায়। সোমবার রাতে গোয়াল ঘরে গরু ছেড়ে দিয়ে দড়ি নিয়ে বাড়ীর পাশে শুকুর মোল্যার আম গাছের ডালে ঝুলে আতœহত্যা করে। পরে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন কাউকে না জানিয়ে লাশ উদ্ধার করে বাড়ী নিয়ে আসে ।
এ ব্যাপারে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ তাসমীম আলম জানান, ময়না তদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।