এ কে এম আকরামুজ্জামান .লোহাগড়া (নড়াইল ) প্রতিনিধি:২৬ মে-২০২২,বৃহস্পতিবার।
নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া পঁচাশিপাড়া (মোল্যাপাড়া) থেকে লিপি বেগম (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩ কেজি গাঁজাসহ আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। ২৬ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১ টার দিকে তার বসত বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত লিপি বেগম ওই গ্রামের আনিচ মোল্যার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলনের নেতৃত্বে এক দল পুলিশ অভিযান চালিয়ে আনিছ মোল্যার বাড়িতে তল্লাশী করে তিন কেজি গাঁজাসহ লিপি বেগমকে আটক করা হয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।