খান সোহেল, নেত্রকোণা প্রতিনিধিঃ৩০ মে-২০২২,সোমবার।
নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের চল্লিশা ঝাউসী’র মাঝামাঝি একটি দ্রুতগামী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। আজ সোমবার (২৩ মে) ভোরে নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাসের চালক সবুজ মিয়া ও সুপারভাইজার সুহেল মিয়া। আহতদের নেত্রকোণা জেলা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানায়, আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার চল্লিশা এলাকায় ঢাকাগামী ধান বোঝাই একটি ট্রাকের সাথে চট্রগ্রাম -নেত্রকোণামূখী যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসের চালক ঘটনাস্থলেই মারা যায় এবং সুপারভাইজারকে গুরুতর অবস্থায় আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তাদের লাশ নেত্রকোণা জেলা সদর হাসপাতালে রাখা আছে। নেত্রকোণা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুন মিয়া বলেন, আহতদের উদ্ধার করে নেত্রকোণা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ৯নং চল্লিশা ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহবুবুল মজিদ বলেন, ট্রাকের ভেতরে আটকে থাকা ট্রাক ড্রাইভার কে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করা হয়। ট্রাকটি অতিরিক্ত ধান বোঝাইয়ের কারণে উদ্ধার করতে সময় লেগেছে।তাছাড়া নেত্রকোণা জেলায় নিজস্ব রেকার না থাকায় ময়মনসিংহ থেকে রেকার এনে উদ্ধার কাজ সম্পন্ন করা হয়। তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আমাদের এলাকাটি দূর্ঘটনা প্রবণ হওয়ায় নেত্রকোণা জেলায় একটি রেকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেত্রকোণা মডেল থানার এস আই জহিরুল ইসলাম দূর্ঘটনায় দুই জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।