ঈশ্বরগঞ্জ( ময়মনসিংহ) প্রতিনিধি :০৪ জুন-২০২২,শনিবার।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কেন্দ্রিয় যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল আনুষ্ঠত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানের প্রতিবাদে শনিবার ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ ডাক বাংলো ঈশ্বরগঞ্জ থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশ করেছে। এতে উপস্থিত ছিলেন যুবলীগ সাধারন সম্পাদক জুনায়েদুল ইসলাম ভুঞা সুমন, উপজেলা আলীগের যুগ্ম সম্পাদক বজলুর রহমান, কৃষিবিষয়ক সম্পাদক আবুল মুনসুর, ঈশ্বরগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ছাইদুল গনি রোমন, মগটুলা ইউনিয়ন যুবলীগ আহবায়ক হাছিবুল ইসলাম খান রাজিব, বড়হিত ইউনিয়ন যুবলীগ সভাপতি কামরুজ্জামান দুঃখু প্রমুখ।