নিজস্ব প্রতিবেদক:১০ জুন-২০২২,শুক্রবার।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতার মন্তব্যের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ শুক্রবার সকালে জেলা শহরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ১০টার দিকে জেলা শহরের দক্ষিণ সেওতা এলাকায় ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে প্রতিবাদ সমাবেশে সংগঠনের জেলা কমিটির সভাপতি হাফেজ মুহাম্মদ শহিদুল্লাহ বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য মুসলিম ওম্মাহ মেনে নিতে পারে না এবং মানবেও না।